#একাকিত্বের_কোলাহল
- মণি জুয়েল(Moni Jewel)
আকাশ যদিও নীল আছে, অড়হড় দোল দেয় ঠিক, তবুও
একটু মন কেমনেরই হয় মাঘের দুপুরগুলো
নিঃশব্দ অথচ করুন কোলাহল!
দিদিমা কবে'ই মায়া ছেড়েছে পৃথিবীর
সেই সুরেলা হাঁক নেই
বিশ্বায়ন গিলেছে- বৈভবি শিশুদের কোলাহল!


মুরগিগুলোও এখন আর দেখতে-ই পাই না
বসে থাকতে, মাটিতে গুটি মেরে!
বই বোঝা ঘাড়ে শিশুগুলো বন্দি এখন
জেদ মাখা কান্না নেই,
যান্ত্রিক সুসভ্যতায়- মরে গেছে দিব্যি_কোলাহল!


বউ'রা, আড্ডা জমাতে আর আসে না এখন
হাতে দেখি না নারিকেল তেল!
তবুও তারাই কবিতার জন্ম দিয়ে যায়
আদুরে উষ্ণ মস্করায়!
বদলে গেছে সমাজ, ফেসবুকে, সব-ই সোশ্যাল!
মন খারাপ হয় এমন একাকিত্বে, বদলে যেতেই হয় তবু্ও!
××× 04.02.17 - ধুলিয়ান - 12:30দুপুর ×××