এলোমেলো মনে
- মণি জুয়েল


মাঝদুপুরের আজানের সুরে অজস্র ভাবনার ভীড় এখন
নারিকেল পাতার ছন্দে বসে থাকা কাকগুলো ডাকছে
বড় বাড়ির মাঝবয়সী বউগুলো-
এলোমেলো চুলে, এলোমেলো মনে,
এই মন কেমনের দুপুরে
মেলে দিচ্ছে ভেজা শাড়ি শায়া অলস হাতে,
আলস্য মাখানো ও রমণীর মুখে লাস্যের ছোঁয়া-
আমি বসে দেখছি
উত্তরে বাতাসে তখন যেন ঝিমঝিম অসীম উষ্ণতায়!
     ////////          /////////           /////////
পুকুর পাড় মাতোয়ারা,পড়শি যুবতী মত্ত রূপ'বিলাসে
সাবানের গন্ধে বসন্ত এসে গেছে
ভেজা ভেজা কোমস বৃন্তের দোলে!
এমন দোল দোল দুপুরে
দোল খেলে যায় উষ্ণতা, শীতআর্ত মনে!
যুবতীর অঙ্গবাঁকে পাগল'নদী যেন বেপরোয়া
আমিও ভেসে যাচ্ছি,
নদীর মতোই, বিভোর যেন কোন মায়াজাল-মত্ততায়!!
পুকুর তখন জোড়া মরাল ও মরালীর কামকেলির শয্যা ।
    ×××18.01.17/দুপুর 1টা/কালিয়াচক-মালদা×××