শিরোনামহীন_কথাগুলো(দশ)
- Moni Jewel
তখন সবে সন্ধে লেগেছিলো,
ক্লান্ত মনে আনমনে সোফায়-
কত কিছু পাওয়া আর না পাওয়ার হিসেব
ভেজা মন গেঁথে চলেছে নক্সার কাঁথা নকসিকাঁথা ।
ঠিক তখনই মেসেজ করেছিলাম,
হয়তো
অপেক্ষা করছিলে
মনে মনে ।  মনের কোণে, একান্তে, গোপনে।


বললাম বাইরে এসো, এসেছিলে
বেঁধেছিলে, বাঁধা পড়েও ছিলে ।
কে জানে মন কখন মন মনে বাঁধা পড়ে যায়?
নদী তো থেমে থাকে না, সে যে পয়স্বিনী, স্রোতস্বিনী ।
এক প্রাণবন্ত প্রাণ আর তুমি অফুরান,
ভেসেছিলে
আমায় ভাসিয়েছিলে ।
খুব মনে আছে আমার । জানি, তুমিও ভোলো নি ।


চুপি চুপি এলে, দরজা খুলে দিলে ।
ভুলার নয় সে পিপাসি নয়নের ভাষা,
চাপা উৎকন্ঠায় বারবার ফিরে দেখে নেওয়া!
আমার হাতের ফুল ও পায়ে, আচ্ছন্ন তোমার চোখ!
আমার সে বন্দনা, গান, তোমার মাদকতা ।
ভালোবেসেছিলে।
আমায় ভালোবেসেছিলে।
সোহাগ, ছলনায়, সুখজল মোহনায়, ভাসিয়েছিলে ।।


কখনও ভাবিইনি তুমি বয়সে কতটা আমার বড়
।। ১০১১১৬০৬৫০সন্ধ্যে/ধুলিয়ান।।