#সেদিন_হেমন্তে
-মণি জুয়েল
হেমন্তের বিকেলে তুমি আমি মিলে
সেদিন হেঁটেছিলাম
বসন্ত পুড়ে গেছে, লু ধু বয়ে গেছে
শেষ হয়েছে পথ,
                       সেদিন হেঁটেছিলাম।


সে হেমন্তের শিউলি ঘ্রাণ, আর তো নেই
ও শেষ বিকেলের রোদস্নান,
                             আর তো নেই
তবু ঘুলঘুলি রশ্মি দেখতে ভালোবাসি
খুঁজে পাই পথ
                      সেদিন হেঁটেছিলাম।

সে নিশির বিন্দু শিশির, তুমি ভিজেছিলে
নিশি আঁধার সুখ-শিৎকার,(তুমি)
                          ভালো বেসেছিলে
তাই তিতির কুহুকি, শুনতে ভালোবাসি
    ফিরে পাই পথ
                        সেদিন হেঁটেছিলাম।
।।২২অক্টো১৬/৪:৫০পি.এম/ধুলিয়ান।।