#বর্ণহীন_স্বপন
- Moni Jewel
দুর থেকে যত নীল দেখো আসলে তত নীল নয়
আকাশ আসলে নীল নয় ।


তুমি দেখছো ঠিকই পেঁজা মেঘের আড়াল থেকে
তাতে তোমার মন শিমুল তুলার মতন
-ভাসছে-
ঠিক অতল প্রশান্তের Keel যেমন !!!!


তালু ভরে তুলে নাও, দেখো জলই থেকে গেছে,
তুমি দেখছো ঠিকই জীবন তরঙ্গের উপর থেকে
আর তোমার অঙ্গে খেলছে তরঙ্গ রঙ্গে
তুমি তখন,
উদাস কবির সে রঙীন কাব্যিক ঢঙে....


একবার উড়ে এসো, ভেসে দেখো, শূন্যই থেকে গেছে ।
ভুলে একবার ডুবে দেখো সেই মোহনায়
রংহীন সংঘাত!
দ্বন্দ্ব সংঘাত দ্বন্দ্ব হিনদোল ছন্দময় ।


সাগর আসলে নীল নয়
দুর থেক যত নীল দেখো আসলে তত নীল নয় ।।