#বহুদিন_পরে
- মণি জুয়েল


''যখন তোমাকে দেখি.. তার চেয়ে বেশি দেখি.
           যখন তোমায় দেখিনা!''
সহসা যেন নদী বয়ে গেলো ।  উত্থাল তরঙ্গে
দিয়ে গেলো দোল
পাখিগুলো তখন উড়ছে ডানা মেলে, আর আমি....


একথা কতদিন শুনি নি । তুমি তো আর আসো নি!


বৃষ্টি হয়ে গেছে... ভেজা ভেজা গন্ধে ভাসছি.
          কতদিন এমন ভিজি না!
সহসা মরা গাঙে গাঙচিল! নর্তকী সে রঙ্গে
পস্বনী বয়ে যায়...
সারস দাঁড়িয়ে আছে ঠাঁই, ভেজা তুমি আর আমি....


এমন কতদিন ভিজি নি...। তুমি আর তো আসো নি!!


         ০৪:৩৮ বিকেল/১০অক্টো১৬/ধুলিয়ান