#শিরোনামহীন_কথাগুলো(আট)


যখন তুমি অন্যের বিছানায় শুয়ে থাকো
যখন তোমার তালুর পরশে অন্যে পুলকিত
ঠিক তখন একা আমি
গ্লাস হাতে বসে থাকি নদীর পাড়ে
দুরে ভেসে যায় বাঁশির সুর
          পাখিটা উড়তে উড়তে ওই উপকুলে...
          আমি দেখতেই থাকি, দেখতেই থাকি ।


জোছনা তোমার ঘরে,আমার আঁধার তখন ।
যখন তোমার অঙ্গে প্রেমের বর্ষায় অন্যে ভেজে
ঠিক তখন আমিও ভিজি!
ডুবে যাই পলকে পলকে নীলসাগরে
দুরে ভেসে আসে রুদাকীর সুর
         অনন্যা তুমি কি শোনো সেই বিছানায়?
         আমি শুনতেই থাকি, ভাসতেই থাকি... ।


এখানে আমি বড় একা, নীলজোছনা
তুমি এসো, নিয়ে চলো আমায় সে মোহনায়
হারাতে চাই, আমি চাই আমার মুক্তি, আমার সমাপ্তি ।।
                                     - মণি জুয়েল
                           ২অক্টো১৬/২ এ. এম/ধুলিয়ান