#কেন_ভালোবাসি


তুমি প্রায়ই জানতে চাও - কেন ভালোবাসি
আমি বলি - জানি না ।
ভালোবাসি, বিশ্বাস করো আমি সত্যিই সত্যিই জানি না ।


আমি বলতেই পারি শ্রাবণ ঘন তোমার চুল
বলতে পারি সায়র তোমার চোখে
তোমার এক পলকেই সাঁঝ, ভোর হয় পলকে ।
বলতে পারি, জুই তুমি । শিউলি সুবাস তোমার শরীরে ।


যখন হেঁটে যাও যেন মনেহয় সাহারা গোবী
যখন তুমি দাও আলতো হেসে
তখন বাগিচায় হাসে ফুল, নিঃসর্গ সুবাসে ভাসে ।
তোমার প্রেমে আমি গাইতে পারি ''কোন বাগিচার ফুল''


বলতেই পারি তোমার ওই ত্রিবেণী যেন শরাব পেয়ালা ।


কিন্তু যখন তোমাতে মিশে যাই, যখন দুয়ে হই এক
যখন তোমার চোখে ডুবে যাই
দেখি এক নতুন আমি!


যখন তোমার ও ডাগর চোখে চোখ রাখি
যখন তোমার বুকে আমার বুক
তখন নিজেকে খড়কুটো মনেহয়, যেন তুমি জীবন আশ্রয়
আমি আসলে কিছুই না!
হঠাৎ এক দমকা হাওয়াই উড়ে যাবো ঠিক একদিন ।


যখন তোমাতে আমি, দুই'মন এক হয়ে থাকি
যখন তোমার অঙ্গে আমার অঙ্গ
তখন আমি কি তুমি কে ভুলে যাই,তখন আর দুই কোথায়
আমি থাকি না, তুমিও না!
আমার বিন্দু মরণে ফিরে আসি ফের আমিই একদিন!


এবার তুমিই বলো জোছনা, কেন ভালোবাসি?
আমি জানি না..জানি না ।
শুধু জানি, তুমি ছাড়া মুক্তি অলীক। জীবনের শুরু?  না!!          
                                         - মণি জুয়েল
                           ২৬সেপ্ট১৬/৬টা ৭মি: সন্ধ্যে/ধুলিয়ান