#সেই_রাত_নদী_চাঁদ_আর_ভালোবাসা
- মণি জুয়েল


যখন তুমি ভালোবাসো, বলে যাও মনের কথা
চাপা কান্না আর নোনা ব্যথা
তখন আমি ভিজে যাই, ভেসে যাই তোমার ছলনায়


বিশ্বাস করো এ ছলনা ছল নয় । এ জল, এই জীবন, এ'ই ভালোবাসা ।


যেমন কায়েস ভিজেছিলো উনাইযা ব্যথায়,
মরুর ঢিপি যেমন ভিসেছিলো আসব ফোটায়,
আমি আজও তেমন ভিজে যাই, ভেসে যাই ছলনায়!!


লালন খুঁজেছিলো হয়তো!'মিলন হবে কত দিনে'
কিন্তু জানো আমি আজও থেকে গেছি সে মোহনায়।
প্রতিগ্লাসে ছলছল দেখি, কানে কানে আজও বলে যায়!


                  আমি একা, আমি বড় একা
             এই আকাশ এই বাতাস  আর নদী


আমি তখন ভাসতেই থাকি...আমি ভাসতেই থাকি
তোমার চোখে, নোনা ব্যথায়
যখন তুমি বলে যাও মনের ও চাপা চাপা ব্যথা কান্নায়।


বিশ্বাস করো এ নেশা নয়, গ্লাস নয় । সে রাত, নদী, চাঁদ,  ভালোবাসা ।।


           ২৪-৯-১৬/ ১১:৩০ পি.এম/ ধুলিয়ান