#আমরাই_অনেকে


ওরা মন্দিরে বসে নিরপেক্ষতার কথা বলে
চন্দন কপাল পৈতে গায়ে মনুষ্যত্বের কথা মুখে বলে
কিন্তু হিন্দু ওরা
আগমনী গান গায়, কোরবানী শোক নেই
নাচে ধুম বিজয়ায়,বীর, হনুমান পুজো দেয়!!
                     মানবতাবাদী ওরা মানুষের জয় গায়!
ওরা কবি? মন্দিরে বসে নিরপেক্ষতার কথা বলে!


মুসলিম ওরা, সুখে বসে নিরপেক্ষ চায় যেন
স্বার্থে কায়দা পড়ে জায়েজ/হালাল খোঁজে মনে মনে
কিন্তু কবি ওরা!
ভাব নেই ভাবনার বেলা নেই, পরমত কি!
পশু খেয়ে কোরবানি, ত্যাগে অযুত ফাঁকি!!
                   বিলাসে হাজার ভোগ,দাবী তবু ত্যাগী!
মানবতাবাদী ওরা! কবি?! মানুষের জয় গায় হেন!


নিরপেক্ষ ভুত ছেড়ে যায় সত্য সামনে এলে
যুক্তি অযুক্তি সাজায় আয়াত শ্লোক এলেবেলে।


ভুলে যায় 'মনুষ্য'বুলি আপন ধর্মে প্রশ্ন এলে
নিজ ভুল ভুলে তখন - অন্যের তিল-তাল তোলে।


তবু(ফেবু)কবি, হিন্দু মুসলিম আঁধার তলে যদিও দলে দলে
কেউ গালে দাড়ি, পৈত গায়ে কেউ বিলাসে নিরপেক্ষতার বাণী তোলে!!
                                   - সঙ্গীহীন(Moni Jewel)