#অবশেষে
- মণি জুয়েল


প্রতিদিন'ই সকাল হয়, পাখিরা জেগে ওঠে
ঘুম ভেঙে যায়
দেখি হাসে ও' ঊষার ঊষসী, আঁখি ঠারে
যৌবন জবা,
রজনীসঙ্গম সেরে নেওয়া এক রমণী!


আমিও তখন সেই স্বর্গীয় সম্ভোগের আশায়
ডুবে যাই রূপের সাগরে
অশ্বের মতন মাতাল এই মন ছুটে চলে
মরু ওই বালুকায়, সাহারায়
ছুটতে ছুটতে মরুপথ শেষে ডুবে যাই
নীল ওই দরিয়াই....


অতঃপর ভাসতে-
ভাসতে উঠি হরিৎ বাগিচায়।বেয়ে যায়-
নদীনর্তকী, পিপাসার্ত কামুক-
আমি নেমে পড়ি ফের প্রণয় সুখ তৃষ্ণায়।
মদ্ম্মত্ত ডুবে যাই আমি-
রঙীন তরঙ্গেই ফের, ভেসে যাই...ভেসে যাই.


শেষে যখন জাগি, যখন ফিরে আসি
ঘোর ছুটে যায়!
হাসতে দেখি জলন্তপ্রদীপ দ্বীপে, টিপ্টিপ
কেউই নেই,
ওখানে আর,এখানেও না, একা আমি শুধু!
           ।। কপিরাইট @Moni Jewel
লাস্ট এডিট- 01.08.17-ধুলিয়ান-01:15AM #মণি_জুয়েলের_অগোছালোভাবনা_থেকে