#আমি_যখন_একা_হয়ে_যাই
- মণি জুয়েল


যখন গাছের পাখিরা ঘুমিয়ে পড়ে
ঘোর আঁধারে দিক ডুবে যায়
আকাশে তখন একা চাঁদ বিষাদ হাসে
আর আমি গ্লাস হাতে নাচতেই থাকি, উদ্দাম মত্ততায় ! মিলন আশায় ।


তখন আর আমি একা থাকিনা
চাঁদ নেমে আসে, একে একে এক হয়ে যাই
আর তখন তারারা মিটমিট হাসে
আমার সম্ভোগে,জগৎ নাচতে থাকে,উদ্দাম যৌনতায়। সম্ভোগ মোহনায়।


আর তখন আমি শুধু আমাকেই দেখি,
যখন আমি নাচি, সে নাচে।
কোন ছায়ায় কোন কায়া খেলে যায়? কে খেলে যায়!


পাগল! তুমি কি একা? আমিই কি আর সেই একা??