তোমরা তো মরেই গেলে
এক অসমাপ্ত উপন্যাস ...../ সঞ্চারিহীন অন্তরাতেই   শেষ কলি!
তুমি কি জানো? তোমরা জানো?
পথনাটিকার শুরু..../সরছে পর্দা ক্রমে ভরে গেছে
দুইপাশ, পথ গলি!!


এমন কতবার আসবে যাবে, যাবো হয়তো আমিও
চলবে নাটিকা ছল ঝরবে ছলনা ছল!
তিন মিনিট তিন ঘন্টা তিনদিন...শেষ! আর তুমিও:


তবে জানো কি?
শেষ বলে কিছুই নেই / কোথাও কোনও শেষ নেই
শেষের শেষে- অলক্ষ্যে তিলে গড়ে যায় ফের শুরু!
আমরা তখন মরেই থাকি!!


#পথনাটিকা
-মণি জুয়েল