স্ট্যাটাস (চৌদ্দ)
- মণি জুয়েল


বিশ্বাস করো প্রতিদিন তোমাকে আমি
নতুন করে আবিষ্কার করি
প্রতিদিন নতুন করে স্বাদ নিই, গন্ধ নিই


তুমি বলবে সেই তো আমি, সেদিনের সে
সেই স্বাদ, গন্ধ সেই |
আমি বলি বিশ্বাস করো- হ্যাঁ সেই তুমি সে
তোমার সোনালী চুল, টোল.দেওয়া গাল
মুচকানো ঠোঁট, নীল চোখ, উন্নত ভার স্তন
সবই আছে | আছে সেই নদীর মতো দেহ
আর সেই ভুবন মোহিনী কোমর
আমি কতবার যে আছড়ে পড়ি সেই তরঙ্গে
আর বারবার ডুব দিই, ফিরে দেখি নতুন.ফের!


তোমার ওই কোমল মলমল হাতের ছোঁয়া
তোমার কোমল কুক্ষির ওই কস্তরি সৌরভ
তোমার ওই ভেজা বস্তিদেশের সোঁদা গন্ধ
আমাকে হারিয়ে.দেয়, ফিরে দেখি নতুন ফের!


বিশ্বাস করো প্রতিদিন তোমাকে আমি
নতুন করে আবিষ্কার করি
প্রতিদিন.নতুন করে.মরি, ফের জন্ম নিই.
রোজ তোমায়.নতুন করে আবিষ্কার করি |


তুমি বলবে -তুমি পাগল, তুমি কবি, কল্পবিলাসী
আমি বলি- পাগল! আমি পাগল,আমি ভালোবাসি ||