বেলা যায় অবেলায়
- মণি জুয়েল


কচিগুলো সব করে কলরব
নেই তোড়জোড়, জাগা ভোর ভোর!
তাই বলে কি ভোর জাগতে থেকেছে বাকি?
ঠিক ভোর ভোর আম বাগান দৌড় |
কে নিয়েছে খবর, এখনো ভোর হতে বাকি!!


বধুগুলো সব করে কুহুরব
কর্মের তোড়জোড়, জাগা ভোর ভোর
জুড়েছে কাজে, ভোর জাগতে থাকেনি বাকি!
ঠিক ভোর ভোর দেয় ঝাড় দোর
জেনেছে যদিও, ভোর হতে ঢের এখনো  বাকি ||


শোনা যায় রব ফেরেনি কচি সব
নেই কোনো তাড়া, ভুলেছে ঘরে ফেরা
মনে আছে কি? খাওয়া পরা থেকেছে বাকি |
ভুলেছে আমের নেশায় নেই তিল তাড়া
কে নিয়েছে খবর? ফুরায় বেলা আর নেই বাকি |


শোনা যায় কথা, আরো কত ব্যথা
হয়েছে তত্পর সব, ফুরাতে হবে কাজ সব
মনে আছে ঠিকই, নাওয়া খাওয়া থেকেছে বাকি!
কাজে মাতোয়ারা, বাংলার অভাগী বধু সব
জেনেছে খবর- ফুরালো বেলা, নেই আর বাকি ||