মনে পড়ে সেদিন-
এসেছো তুমি, বসে আছো কোল ঘেঁষে
সাথে স্নিগ্ধবিকেল বাতাস! উড়ে যায় আঁশ
ঘন একফালি মেঘ, ছেয়ে যায় আকাশে,
সাথে মাতালবাতাস বয় ঘেঁষে কুক্ষির পাশ!!


আমি তখন ডুবে আছি - ঘন মেঘের দেশে
আনমনে তুমি টেনে যাচ্ছো বিলি, কেশে |
তখন মন কি জানি কখন,
হারিয়েছে, ভেসে গেছে, অকূল সে অন্তদেশে|


আমি তখন ঘোরে আছি-মাতাল, বস্তি বাসে,
আনমনে তুমি দিয়ে যাচ্ছো পুলক, পরশে-
তখন মন কি জানি কখন
হারিয়েছে, ডুবে গেছে, অতল সে অন্ত:দেশ |


মেঘ ঘন সঙ্গম শিত্কার, বর্ষণ অত:পর
ভিজে গেছে, ভিজে গেছি, ভিজে গেছো তুমি!


-মণি জুয়েল