একটি স্ট্যাটাস মাত্র(দশ)


স্বপনের মা কেমন আছো?
ভালো আছো তো???
আমি বেশ আছি, এদিকে একটু রোদ উঠেছে গো...
সেদিন যখন তুমি শীতে কাঁপছিলে, দেখেছি!
উহ্ কি ছিলো দুর্দিন সেই দিন!!


তুমি ছিনছিনে এক কাপড়ে, থরথর কেঁপেই যাচ্ছো
আর তখন ঘুম ভেঙে সবে জাগলাম-
ঘোর কাটেনি তখনও!
মানেনি মন কোনোই বারণ- কলম হাতে তুলেছি !
আরো মনে আছে? তোমার ছোট মেয়ে রত্না
খালাস হলো! এম্বুলেন্স ডাকা হয়নি! কে ডাকতো?
যাক্...মরেনি তবু! কিন্তু জন্মালো নতুন যে ব্যমো সাথে!
তোমার সেই দুর্দিন আমি ভুলিনি -ক্যাম হাতে
কয়টা ক্লীক মেরেই সোজা আপলোড! বেদনার প্রসব!!
মনে আছে!!!
সেই ছবি পত্রিকাগুলো ছেপেছিলো- আমার কবিতার সাথে |


তোমাকে সবাই দেখেছে - তুমি পরে আছো ছেঁড়া কাপড়, জৈষ্ঠের রোদে এককাপড়ে গায়ে পরেই শুকাচ্ছো!
এইগুলোও আপলোড হয়েছিলো, করেছিলাম!
বলেছিলাম -'আমিও এদের একজন' | কিন্তু
শুনলে হাসবে- আমি তখন এসিতে ছিলাম |দেখেছিলাম তিনতলা থেকে! খুব ক ষ্ট হয়েছিলো,জানো...
তবে যে খুব বিলাসী সাজে ছিলাম তা নয়!
ওই.... হাটু অবধি গেঞ্জির মতো! বুকের জোড়া দেখা যায়!
এই নিয়েও অনেক কথা,হাসবে তুমি স্বপনের মা!
সব কচিবুড়ো ছেলেগুলো আমার ছবি দেখে, আমার লেখা পড়ে!
কবি এখন আমি  - তা আমার নাম টি কি, জানো?
----- মুখোপাধ্যায় | এমন নাম কেন? বলতে পারো!
শোনো, ওরা  কিছুতেই কবি মানতে চাই না চাইবে না!
যদি না  নামে উচ্চবরণের  স্ববর্ণ বরণ সাথে থাকে!
হ্যাঁ...ঘোষ, বোস, ব্যানার্জী, গাঙ্গুলীও হতে পারতো!!
যাক সে কথা- আজ তোমাদের-আমি কবি_
আমার ছবি পেপার ছাপে, সাথে তোমারও |
আমি এখন ভালো আছি, বেশ...
তুমি কেমন আছো? ভালো তো?
আজ আসি গো… একটু কনফারেন্স আছে ,
মানে সম্মেলন, কবিদের |
ভালো থেকো........অনেক ভালো থেকো তোমরা |||


            - মণি জুয়েল (30/04/16) 3:15 এ.এম