একটি স্ট্যাটাস মাত্র(চার)
- মণি জুয়েল


অনেকদিন কবিতা লেখা হয়নি-
অনেকদিন বাংলার কথা বলিনি
কতদিন হৃদয়ের কথা হয়নি বলা!


মুরগিগুলো দুপুরে এখনো পোঁকা খায়
দোয়েল, ফিঙে এখনো ডাক দিয়ে যায়
বাঁশঝাড় ঠিক ...নাচে দুলেদুলে
কিশোরি তখন .... ঠিক কিতকিত খেলে |


কিশোর কিশোরী ডোবায় ডুব দিয়ে যায়
দুরে সুরে আনমনে কে যেন গেয়ে যায়
পুটুবুড়ো ঠিক ...হাঁকে বসেবসে
গৃহিনী তখন. ....  ঠিক রাঁধে পিড়ে বসে |


আজও ঠাঁই শিমুল, দাঁড়িয়ে বাবলা, কুল
মিটিমিটি কাঁদে ঠিক লতিকা  ঘাস-ফুল
কাশীবুড়ি ঠিক...হাঁটে লাঠিহাতে
আগুন তখন....বয় ঠিক দক্ষিনা বায়ুতে !


পাড়ার মাতাল মহিম-করিমের মাতলামি
নর ও নারী, মা ,বউ ভুলে মুখভরা গালি
বিকেলে ঠিক....ফের হাসে সাথে |
বুক আছে সুখ আছে.....বাংলা আছে ঠিক বাংলাতে!


দেখা হয়নি কতদিন আমার বাংলা!