তোমার অভিশাপ যদি মিলে যায়
হাসবে তুমি?
হাসবো আমি!
তোমার অভিশাপ যদি মিলে যায় |


আমি চাই, জ্বলে যেতে চাই, মিটে যেতে চাই
জীবন হোক ছারখার-
চাই শতবার, মনেপ্রাণে চাই; মিলে যাক সব
যত অভিশাপ তোমার ||


সুখ চাইনা আমার, চাই না বৈভবের জীবন
ঝরুক নোনা ঝরঝর |
অপ্রেমে ভরা, প্রাণহীন মরা, কাঙাল জীবন-
মনেপ্রাণে চাই শতবার ||


বদলে যদি বিন্দু হাসো, যদি ঝরে সুখসিন্ধু
প্রাণে পাও যদি প্রাণ-
তবে হাসবো সেদিন, নাচবো তোমার সুখে
গাইবো জীবনের গান!


হাসতে চাইনা আমি, চাইনা প্রেমের জীবন
পুড়ে ছাই হতে চাই,
যাওয়ার আগে তবু আমার ছলের খলকথা
গল্প লিখে যেতে.চাই ||


-মণি জুয়েল