তুমি ওদিকে ঘুমাচ্ছো, এদিকে রাত এখনো জেগে
তুমি ওদিকে স্বপ্ন দেখছো,
সে কি বোকা?
সুখের.স্বপন মায়া ছিঁড়ে আসে নিষ্ঠুর.বাস্তবে
স্বপনের সুখ মায়া ছেড়ে জাগে কাঁন্না কাঁদতে!
তুমি ওদিকে স্বপ্ন দেখছো,
তুমি ওদিকে ঘুমাচ্ছো | এদিকে রাত এখনো জেগে!!


তুমি ওপারে হাসছো, এপাড় এখন ছলনায় ভাসে
ওদিকে তুমি সেল্ফি বিলাচ্ছো,
আমি কি বোকা!
ডুবে আছি কল্পে সেই যে.মজেছি সেদিন ছলে
ভিজেছে বিছানা, বালিশ আঁখি ছলছল ছলে!!
তুমি ওদিকে সেল্ফি বিলাচ্ছো,
হাসছো ওপারে.তুমি | এপাড় এখনো ছলনায়.ভাসে!!


ওদিকে তুমি সুখী, বিরহের এপার এখন বিষাদে ভাসে
ওদিকে তুমি লেহনসুখ নিচ্ছো,
হায়!পাগল আমি,
হারিয়ে তোমাতে, বুঁদ মাতাল ফ্যান্টাসি মৈথুনে
মাতাল.নিশায় তোমার নেশায় অনিদ্রাজাগরনে |
ওদিকে তুমি মদনসুখ নিচ্ছো,
সুখী ওদিকে তুমি, বিরহের.এপার এখন বিষাদে.ভাসে!!!


- মণি জুয়েল