কত চাওয়ার পরে এলে আজ আমার ঘরে
কত চাওয়া পাওয়া হলো ....আজ এই ফুলবাসরে


রাতের পৃথিবী যেমন পায় সোণালী চাঁদের কিরণ
হেসেছে তেমন আজ আমার এই আঁধার জীবন
কত আঁধার পরে....এলে আজ ঘর আলো করে ...
কত চাওয়া পাওয়া হলো ..আজ এই ফুলবাসরে ....


বসন্ত ভ্রমর যেমন গায়....মধুর নেশায় গুণগুণগান
গাইছি তেমন  আমি ....আজ প্রাণভরে প্রেমের গান
কত পিয়াসার পরে....ফুটলো ফুল আজ, মধু ভরে
কত চাওয়া পাওয়া হলো... আজ এই ফুলবাসরে ...


জানি না তোমায় বাঁধি কোন আশায় এখন আমি
উদাসী এক পাগল প্রেমী....আমি এক পাগল প্রেমী
পাগল জনেরে আপন করে.....এসেছো আজ ঘরে
কত চাওয়া পাওয়া হলো....আজ এই ফুলবাসরে ……
--মণি জুয়েল