আমি রিজওয়ান হতে চাই না
জানি, তুমি প্রীয়াঙ্কা নও
জানি, তুমি বিলাসী নও
তবু রিজওয়ান হতে চাই না |


নেই বিত্ত বৈভব, নেই অহম.গৌরব
তবু ভয় হয় ..., যদি রিজ হতে হয়
ইতিহাস ফেরাতে আর  চাইনা …
আমি আর রিজওয়ান হতে চাই না |


ওখানে ধরম নেই, ওখানে ভরম.নেই
তবু সরে.যাই.....যদি প্রাণ ঝরে.যায়
প্রেমের.মরণ আর চাই না
আমি আর রিজওয়ান হতে চাই না ||


পারবে মিশে যেতে...একে একে দ্বিতে
ধর্মের বাঁধ ফিতে...ছিঁড়ে ফেলে দিতে
না পারিলে আর ফিরে ফিরে এসো না
আমি চাই না... রিজওয়ান আর হতে চাই না |


-মণি জুয়েল