যখন থেকে দেখেছি তোকে
হয়েছি মাতাল হারিয়েছি তাল
কথায় কথায় কথার কথা
সব লোকে বলে পাগল মাতাল!
যখন থেকে দেখেছি তোকে ...||


রাত ও দিবায় শুধু তোকে ভেবে যাই
আশায়..আশায়; দিন গুনি, পথ চেয়ে যাই |
সহসা কখন এসে গেছে বসন্ত ফাগুন
রেঙেছে ঝতু, জ্বালিয়ে দেহে(মনে) প্রেমের আগুন!!
আছি বেশ বেহোশে ...ছেয়ে আছে কুয়শে
যখন থেকে দেখেছি তোকে...........!!!!


রাত যায়, দিন যায় চোখে ঘুম নাই
আসার..আশায় নয়নধারা বয়ে চলে যায় |
নিরবে কাঁদে মন ....মদনে জ্বলে তন
এসেছে বসন্ত ঝতু, এলো না(এখনো)প্রেমের ফাগুন!!
আশায় আছি বসে....ছেয়ে মন কুয়শে
যখন থেকে দেখেছি তোকে........!!!!


রাত আসে দিন যায়  আসার আশায়
পাগলামী আলফাল, নিসঙ্গ-মন কেঁদে ভাসায়
একাকী পাগল হাসি!..তিলে কাঁদে মন
এসেছে বসন্ত আজ,... তুই আসলে আসবে ফাগুন
আশায়! আসার মাসে, ..ছেয়ে মন কুয়শে
যখন থেকে দেখেছি তোকে...........!!!!!


--মণি জুয়েল