কত নামে ডেকেছি তোমায়
কখনো রূপা...., স্বাগতা কখনো..
তবু মনেহয় হয়নি ডাকা
জানি না তোমায়, ডাকা হলো না এখনো.....


ঝিরঝির বরষায় ডেকেছি তোমায়
স্নিগ্ধা সঘনো.......শ্রাবণী কখনো
আসো নি...আসো নি তুমি; ভিজেনি কায়
হয়নি ডাকা তাই মনেহয়....
চিনিনি....জানি না তোমায়, ডাকা হলো না এখনো......


শুভ্রকাশে সুনীলমাসে ডেকেছি তোমায়
কখনো নীলা.... সুভ্রা কখনো
তবু.পাইনি (কাম)রূপ খোঁজ, পাইনি তোমায়
হইনি ডাকা; তাই মনেহয়...!
চিনিনি .....জানি না তোমায়, ডাকা হলো না এখনো......


এলো বসন্ত ফাগুনমাস সাথে সুবাস খাস
পুষ্প ডাকি,......কুসুম কখনো
যদি পাই খোঁজ; আসার আশায় সাজ কুঞ্জবাস!
এলে না তবু! তাই মনেহয়
ডাকা হয়নি তোমায় | আসিলো ফাগুন; বসন্ত এলো না এখনো ||


   ......মণি জুয়েল