ওখানে ছলনা করিস না
ওখানে ফোয়ারা ফুটাস
ওখানে ছলনা করিস না
ওখানে সুখজল ঝরাস |


হাত যখন ছুঁয়ে যাবে অন্য হাত
যখন মিলে যাবে অন্য শরীরে শরীর
আমাকে ভাবিস না ...আর
ওই কুসুমকাননের ওলি আমি নই; তোর থাকবো না আর |
ভাবতে ভুলিস আমায় তখন | তোকে চাইনা  ..চাইবো না আর |
ডাকিস না সুখে, মুখে সেই নামটি  আমার |


যখন মাঝরাতে ভেঙে যাবে ঘুম
যখন কেউ ডেকে নেবে বুকভরে বুকে
আমায় দেখিস না...আর
ওই সুখশয্যা, মধুবাসে আমি নেই; তোর আমি থাকবো না আর
ভুলেছি তখন ভুল ভেবে ক্ষণ....চাই না তোকে. চাইবো না আর
ডাকসি না ভ্রম সুখে সেই নামটি আমার |


নেশায় ফুরিয়ে নিশা হয়ে এলে ভোর
আড়মোড়া ভেঙে, চেতনে টানিস বুকে
ভাবসি না আমায় আর...
ওই উষসী ঊষায় তোর আমি নই; তোর আমি থাকবো না আর
ডুবেছি তখন রবি..ছেয়েছি নিশায়..জাগবে না, ভোর হবে না আর!
ডাকিস না নেশায়_ঘোরে সেই নামটি আমার |


--মণি জুয়েল