কোত্থাও কোনো রাষ্ট্র নেই, বেড়া নেই, কাঁটাতার নেই
একটাই তো পৃথিবী!
মাঝ বরাবর একটা সরলরেখা! ঘামের দাগ, রক্তের দাগ!
একটি দেয়াল; দুর্ভেদ্য!!
আরো কোথাও কোনো ভেদ নেই, ভেদাভেদ নেই,  নেই আর বিভাজন!
ধরণ ধর্ম দুই -'পাওয়া সুখ বৈভব আর 'না -পাওয়া' নোনতা-শোষন |


- সাতনব্বই তিনে মিলে একশো
- মণি জুয়েল