একটা নোংরা শব্দ বলতে পারো..,বাজে একটি বাক্য!
কয়েকটি শব্দ, বাক্য নয়; একটিই মাত্র চাই|


শালা শুয়ারের বাচ্চাদের নামে লিখবো-


যারা কেড়ে খায় সাতানব্বয়ের সাতানব্বয় ভাগ
কেড় নেয় যারা  সাতানব্বয় সুখবৈভব
যারা চুরি করে জীবন্ত জীবনের জীবনীসুখ ভাগ!


মাত্র একটি শব্দ, দাও ....একটি নোংরা বাক্য


প্রাণখুলে প্রাণ ভরে লিখে যাই আজ তিনের নামে সাতানব্বয় অভিশাপ!


শুয়োর, শুয়োরের বাচ্চা' ওরা নিষ্পাপ |
ওরাও পথ চলে; জীবনপথে
আপনার মতো | নেই কোত্থাও রকমের হেরফের!
আর
সমাজপতি এরা রতিপতি, কোটিপতি
হাতিয়ার হাতে; মৃত্যুর_পথে
জারোয়ার.মতো | পরিচয় নেই | নিয়মের রকমফের!!!


প্রাণগুলো সব শেষ হয়ে গেলো!!!
জীবন আজ কেড়ে নিয়ে যায়!!!


দাও ...না একটা শব্দ, মাত্র একটি শাপ-বাক্য


আজ মন খুলে প্রাণভরে রক্ত লিখি তিনের নামে সাতানব্বয় অভিশাপ ………


#মণি জুয়েল