একটু ভোর হতে দাও,
কেটে যাক কাল ঘন_আঁধার কালবেলা
এবার কাছে এসো, সুহানী | উষসী_উষা এনে দাও|
হউক জীবনের ভোর | জীবন্ত_জীবন মানে বুঝতে দাও |


উদাস বেলা নিরল দুপুর
কাঁদে ফিঙে_মন, চাতক, আসার আশায় |
একটু কাছে এসো, সুহানী | এক-বিন্দু জীবন দাও |
উদাস_দুপুর_সুতৃষ, তোমার সুখ_ছলনায় ভিজতে দাও |


দরবারি বেলা কাঁদে সুরে
কাঁদে ঝিঝি, তমসা ভাসে কান্নায়
এবার কাছে এসো, সুহানী, মত্তমাতাল হতে দাও | সম্ভোগ_নিশা_কাল, তোমার নেশায় মাতাল  হতে দাও |


--সুহানী এক জীবন্ত_জীবনের নাম
---মণি জুয়েল