অনেকদিন তোমার গন্ধ নেওয়া হয়নি
মূকের বক্ষ কথা শোনা হয়নি বহুদিন....


কেমন আছো....রূপা?


তোমার গায়ে কি সেই গন্ধ আছে?
এখনও আছে কি সেই রুপ, রূপ?


মনে পড়ে আজ সেই দুরন্ত পাগল?
না কি বদল গেছো? ভুলে গেছো ?


হয়তো!


থেমে নেই সময় | শুধু আমি | থেমে আছে, থেমে গেছে পৃথিবী আমার!!


জানো, আজও ভুলিনি


খুব মনেপড়ে তোমার গায়ের মেটেগন্ধ,
মনেপড়ে হারানো দিন, দীনের দিনকথা |


হাসি কান্না, সুখ-স্বাদ, বিস্বাদ, বিষাদ,
চাওয়া পাওয়া আরো না-পাওয়ার ব্যথা |


এখানে উল্লাস-বিলাস, সব চাওয়া পাওয়া; তবু  ভুলা হলো না আর !!


বিকাশ পল্লীর পুষ্প, কুসুম; তারা-
পায় তো শীতে  ফোটা কুসুম কর?


জানি রহমত'এর মা আর নেই!!
অনুক্রম....তবু! আজও দ্বার দোর?

কেমন আছে ওরা?


ভালো আছো ? সমানসম ভালোবাসি আজও | তুমি রূপসী আমার ||


-মণি জুয়েল