সেদিন দেখা হয়েছিল


কেমন আছো বাণু?


এই একটি কথাই বলেছিলাম
একটি প্রশ্ন....আর কিছু নয়...শুধু ঐ একটিই |
কুল নেই....কিনারা নেই....অনন্ত....অন্তহীন!!
শুধু একটি কথা, একটি প্রশ্ন!!


নত মুখভার, ভাসিয়ে নয়ন, নয়ন ভাষে বলে গেলো
নষ্ট এক জীবনের জীবনকথা !!!


পাগল আমি!!


তুমি আছো | থেমে গেছে পৃথিবী! কোথায় জীবন?
শুধু অসুখের সুখ; বিষাদব্যথা |


মনে প্রশ্ন জেগেছিলো-
তোমার নাভীর নিচের তীল আদর পায় তো!
দোলদোল দেশের কাটা দাগ-
লেহন সুখে প্রেমের ছোঁয়াই দোল দেয় তো!


নাহ্ আর বলা হয়নি! জানা হয়নি !!


নয়ন ভাসা মূক মুখে বুঝে নিয়েছি নয়নের ভাষা |


-মণি জুয়েল