যখন তুমি ছিলে-ছিলো না সময়
আজ তুমি নেই ..
বেলা অফুরান, কাটেনা কাল-বেলা আর |


চলন্ত বাসের খোলা জালানায় বসে,
দুরন্ত ট্রেনের খোলা  দরজায় দাঁড়িয়ে,
ট্যাক্সির জ্যামে আমজনতার ভিড়ে
আজ তোমাকে খুঁজি.......


খোলা বিয়ার'এর বুদবুদ ফ্যানায়,
রমণীয় হুইস্কি'র বরফ বোতলে,
ভদকায় উন্মত্ত, মাতাল ঘোরে
শুধু তোমাকেই খুঁজি........
                     .....একটু সময় দেবো বলে
               .       একটু সঙ্গী-সঙ্গ নেবো বলে |


জোছনা রাতের বাঁশগাছ মাথায়,
নিঝুম রাতের ঝিঝিপোঁকা ডাকে,
দরবারি বেলা খোলা জানালায়..
শুধুই তোমাকে খুঁজে যাই.....


সিগারেটের পাকানো উড়ন্ত ধোয়া,
মোহময়ী গাঁজার মোহ ধুমচক্রে
ধোঁয়াশা ভরা এঁধো তমসায়..
শুধু তোমাকেই খুঁজে যাই.....
          .......... একটু নেশা নেবো বলে
                  নেশায় নিশা কাটাবো বলে |
      
আজ অফুরান বেলায়...নেই তুমি নেই,
নেই জীবনে প্রাণ |
ফুরাইনা জীবনবায়ু, কালবেলা আসেনা আর


---মণি জুয়েল