একটা পৃথিবী চাই..
অবাক হচ্ছো তোমরা, জানি!


একটু থামো বলছি......


রাষ্ট্রযন্ত্র ক্ষয়ে যাবে, পঁচে যাবে কাঁটাতার
রহস্য ভারসাম্যে সাম্য পাবে ঠাই
হাসবে শিশুসব ফিরে পাবে বৈভব
অমূল্য কুসুম জীবন করবে জয় |


ভরা পৃথিবী ভরে রবে ভরা ভাব
চাওয়া হবে পাওয়া, মিটবে অভাব ||


শোষণ মুছে যাবে, ক্ষয়ে যাবে দুরাচার
মানবের ভিড়ে মানবতা পাবে ঠাঁই
হাসবে মা'সব, সফল হবে প্রসব
জীবন্ত ভূমে জীবন করবে জয় |


ভরা পৃথিবী ভরে রবে ভরা ভাব
রবে সুখ,দু:খ; ফুরাবে দুর্ভাব ||


ধর্মবর্ণ ভুলে যাবে, ক্ষয়ে যাবে কু-আচার
ভাবের ভবে ভালোবাসা পাবে ঠাই
হাসবে হৃদ'সব, হৃদে সুখ-ভৈরব
প্রেম ধরায় হবে প্রেমের জয় |


ভরা পৃথিবী ভরে রবে ভরা ভাব
বিরহ-মিলন মিলবে দুই; ফুরাবে দুরভাব |||


-ইচ্ছে
-মণি জুয়েল