তোমার কথা বলতে চেয়েছিলাম
শোনাতে চেয়েছিলাম ভালোবাসার ভাষা!


ভাষা নিষিদ্ধ হলো 'নিষিদ্ধভাষা' বলে|


জানিনা
নিষিদ্ধের সংজ্ঞা, নোংরামী কাকে বলে?
নাহ্ জানিনা ||


তোমার ওষ্ঠ-কথা বলতে চেয়েছিলাম,
শোনাতে চেয়েছিলাম  তোমার বক্ষঅন্ত'কথা


কথা অবৈধ হলো 'অবৈধকথা' বলে|


জানিনা
অবৈধের সংজ্ঞা, অভিধা এমন কেন?
তাও জানিনা ||


প্রেমভাষে প্রেম শোনাতে  চেয়েছিলাম
বলতে চেয়েছিলাম- আপন-একান্ত কথা


নিষিদ্ধ হলো আজ 'পরকিয়া' বলে!!


বলো তো..
পরকিয়া কি? আমি-তুমি আর পরকিয়া!
কেন? জানিনা!!!!


মিলেছে হৃদয়, মিশেছ কায়, তুমি আমি আমরা
তবু হায়! এ'কি দায়! তন্ত্রমন্ত্রে ঝরে ফুল-ভ্রমরা !!!


- নিষিদ্ধকথা
- মণি জুয়েল