যদি পৃথিবী হারাতে হয়
          সর্বহারা জীবন
         অসু হয় সুখহীন
তবু কোনওদিন, বদলাবো না আর |
    
     যদি বৈভব হারিয়ে যায়
          বিত্তহীন জীবন
       হয় জীবন দ্যুতিহীন
তবু কোনওদিন, বদলাবো না আর!


     যদি অশন হারাতে হয়
         অন্নহীন জীবন
       আয়ু যায় বাসহীন
তবু কোনওদিন, বদলাবো না আর !!


     যদি ভালোবাসা চলে যায়
         প্রেমহীন জীবন
      পরাণ রয় প্রণয়হীন
তবু কোনওদিন, বদলাবো না আর!!


    
           ধরণী আমার হয়
        বৈভব আমার হয় যদি


          রমণী আমার হয়
        প্রণয়ী আমার হয় যদি


তবে,
  ঝেড়ে ফেলে শ্লেষ, টেনে নিক আশ্লেষ
          আসুক ফেলে যত তার ||


     তোমরা বলবে-
   বদলাও....বদলাও.., এ' পাগলামী
     আমি বলি-
   হলাম  এই আমি ... 'আমার আমি'


* পাগল-আমি
- মণি জুয়েল