সবই বিলাস,
সুখহর্ষ বিনোদন;
হৃদয়ের কথা, অন্তর ব্যথা
কথা,কবিতা
সব চিত্তবিনোদন!!


কে দেখেছে ফিরে
হৃদয়-নিড়?
রুধীর ধারা
পেয়েছে কি তীর?


তবু
লিখে যায়, কবি, আশায়
মেলে যদি খোঁজ
ভিড়ে যদি নাও-কিনারায়!!


অন্তর পুড়ে ছার,
বাজার গরম-
কচু ডাকে উঁচু হাঁক,
ইলিশের শরম!!!


ঘাঁটাঘাটি চাটাচাটি- উংলি মর্দন
মশাই প্রকাশ;
নিয়মের বেড়াজাল- বাঁধে এসে
লাইনের রাশ !!!


বিনোদন কথা, কবিতা বিনোদন-
সওদার মাল
বিকায় যে- আপন, বিবেক,বিবি
পানী ধরে তার হাল !!!