উষাকলির বুকে মুখ ডুবিয়ে-


ঘুমভাঙা ভেজা বৃন্তে,
নিশাবিলাসী কামিনীর উপাংশে


তোমাকেই খুঁজেছি ......…//


ঘোরে ঘুরেছি- কাশফুল বন-


খুঁজেছি সুনীল-গগন…
গজগামীনি- ধবধব বস্তি দেশ....


শুধুই তোমার খোঁজে  ||


খুঁজেছি--
উষসী উষার- রাঙা মঁজু দেহ,
সোহাগ কুসুম সূরে,
কলহাসময়ী ভাণু সহাস-বদনে


চেয়েছি তোমার অনুভব.........//


যামিনীর কোপনবেলাজ সাজে,
রম্য ক্ষপার খোপায়,
নেশালু নিশায় চন্দ্রাণী কামনয়নে


শুধু তোমাকেই চেয়েছি...........||


পাইনি  !!!!!!!!!!!!!
তবু
খুঁজেছি রোজ শুধু তোমাকেই ||


অবশেষে........
আঁধার শেষে ফিরেছে দিশে,
জ্বলেছে আলো
দেখেছি-
দিব্যি...
আছো, তুমি আমারই  দেশে ||