ওরা স্বর্গে গেলো...
সুখের ঠিকানা !


শুরু হলো জীবন- অনন্ত,
আর শেষ নেই
ভোগ, বিলাস, সুখ-সম্ভোগ |


মাতাল বাতাস ছিঁড়বে-পর্দা
কমনীয় বাসে ভাসবে মহল-
নেমে আসবে মত্ততা,
কম্রা-সাকী আসবে রমণসাজে
শুরু অনন্ত সম্ভোগ-সুখ-লীলারস………


ঠোঁট ছুয়ে যাবে সরস-তাজা-বৃন্ত
চুঁয়ে পড়বে দেহে দ্রাক্ষা-কাম-রস
ভিজবে অঙ্গ-কলেবর, অঙ্গী রসে!!!


আর


এপারে খসবে সাজ
মরণের শুরু.........


দু:সহ মৃত-জীবন, অন্তহীন
যেন শেষ নেই
জীবনের, বিধবা-সিত-সহবাস!!!


আসবে মাতাল বাতাস- উন্মত,
হায়!!!যবনিকা পড়ে গেছে
ভেঙেছে মঞ্চ, দশদিক শুন্য
আর নেই!!!!


পড়ে আছে ছড়ানো বাদাম খোসা
দুটো- চুপসানো কিসমিস
ফেলে যাওয়া বোতলের জল-
ঝরছে টপটপ, টসটস !!
নীরব!!!!!!!!!!!!


আর কেউ নেই ..কেউ আর নেই