সেদিন বলেছিলাম মানবোনা
সমাজ-নিয়ম,
চাই আপনার, চাই অধিকার -
হবো অধিশ্বর,
থাকবো আমি, থাকবে আমিত্ব আমার ||


ভোর গেল ..........


জ্বলছে দগদগ আগুন
এখন আমি জ্বলছি, জর্জরিত-
অযুত সমর ঘাত্
জ্বলে যাচ্ছি, হয়েছে ক্ষয়ের শুরু |


তবু.......


টিকে আছে আমিত্ব, আছে দ্বন্দ্ব,
প্রতিদ্বন্দ্বী-
প্রতিযোগিতা-আহব,
ক্ষয় ক্রমশ...মুমুর্ষ, মরণউন্মুখ...


গিলছে কাল-বিকেল,
অত:পর নামবে নাট্য-যবনিকা
আমার আমিত্বে,
গিলবে আঁধার, অধ্যায় উপসংহার!!


হাহাকার................


ফের হবে ভোর- জ্বলবে আলো,
ফিরে আসবে সুদিন
নিয়তির নীতে-
হাসবে সুনীল, সাজবে সবুজ; প্রাণবন্তসমাজ||