একটা কবিতা লিখবো
লিখবো হৃদয়ের কথাগুলো
ফ্যাকাশে- হলুদ, নীল স্বপ্নগুলো
পাওয়া, না-পাওয়ার স্বাদ, বিষাদগুলো


দুরে জানালায় বসে- দেখছি
ওল কান্ডের নীরব ব্যথা
কচু পাতার টপটপ কান্না,
ভাবি লিখব হৃদয়ের কথাগুলো-
ভাষা দেবো নীরব, নিথর, মুক মুখে !


চেয়ে দেখছি অনন্ত - আকাশ
মুখ ভার ঝরছে ঝরঝর-
দেখেছি স্রোতস্বিনীর কান্না
ভাবি লিখবো হৃদয়ের ভাবগুলো-
ফেরাবো হাসি ভার মুখ, ফাটা বুকে  |


কি ব্যথা ওল কান্ডে
কত অভিমান, কত যাতন বেদনা
আজ নিরব কেন, নিথর কেন আজ |
ঝরছে কেন কচু পাতা
কিসের বেদন , কেন রোদন তার
আজ কাঁদছে কেন, কেন ঝরছে আজ ||


ভার কেন আকাশের মুখ
কি ছিলো চাওয়া, - আর বদলে পাওয়া!
কত আশা তার- নিরাশ কত চাওয়া |
বাঁকা পথে কেন স্রোতস্বিনী
কেন এমন পথচলা- সর্পিল বাঁকা জটিল
কেন বুক বুকফাটা-ছলনা, কেন ছলছল ||


আচ্ছন্ন মাতাল মন - করে মসি আনয়ন
ক্ষুদ্ধ
ঘাত হানবে আজ, ভাঙবে প্রণেতা, প্রণয়ন !!!!


চাইবে জবাব আজ - এই কি ছিলো চাওয়া?
পাওয়া?
এই কি ছিলো আকাশ-স্বপন; হলুদ,ফ্যকাশে?
এত ঘাত কেন?  
মরছে কেন তাজাপ্রাণ?
কাদছে কেন ত্বন্বি তন?
কেন মায়ের বাঁকা পথ?
শিশু কেন কাঁদোভারমুখ?


আর কবিতা হয়না , কলম ক্ষেপে যায়
লিখে যায়- ঘোরে, নেশায়-
প্রলাপ!!!!!!!!!!