এদিকে এখনও ঝরছে
ঝরঝর
থামেনি; ঝরছে অঝোর |


সুতীব্র  দহনের পর
হঠাত্ কালবৈশাখী,
অত:পর
প্রস্রবন, প্রবহন  -দহন,
আর থামেনি!
আজও ঝরছে অঝোর |


এসেছে আশার শরত্
তবু ঝরছে
ঝরনার শেষ নেই আর!


শুভ্র বিছানা-
চুপসানো, ফ্যাকাশে, বিবর্ণ
ভিজে গেছে, ভিজে আছে


হয়তো


ঘন মেঘকাল কেটে যাবে কাল
হাসবে সুনীল আকাশ,
দুলবে সু-শুভ্র কাশ
অত:পর-
ফের জীবনের আশা, বসন্তের আসা ||