বিশ্বাস করো
কবি হতে চাইনি
কবিতা লিখতে চাইনি


শুধু তোমাকে- চেয়েছি
মনে রাখতে চেয়েছি মন-
চেয়েছি- একদেহ, অন্তর- দুই মন


কিন্তু
জানো যখন মনে পড়ে- তোমার
ঝরঝর চুল, মৃদু মাতাল বাতাস
তখন- যেন হারিয়ে যাই
মনেহয়- ক্লান্ত, শ্রান্ত পথিক;
মরুভূমে-
পেয়েছে খোঁজ ঘন কালো মেঘ,
স্বর্গীয় বায় !!!


যখন মনে আসে অধর- তোমার
থরথর কাঁপুনি, উষ্ণ মাতাল শ্বাস
তখন- আমি হারিয়ে যাই
মনেহয়- বিবস্ত্র, আর্ত কুঁড়ি,
ঘনকুয়াশায়-
পেয়েছে কর কুসুম প্রেমের সূর,
প্রাণ-স্ফুটন !!!


যখন মনে পড়ে বাস- তোমার
বক্ষ,কুক্ষি, শ্রোণী-যোনি, কন্ধ-কলেবর
তখন- আমি হারিয়ে যাই
মনেহয়- কাঙাল, ভুখা অনাহারী,
আকাল-কাল
পেয়েছে প্রাণে খোঁজ, ভোগ-প্রাণ,
প্রাণ-সুবাস !!!


আর
তখন - উন্মত্মাতাল, পাগল-আমি
বলে যাই- প্রেমের ক্ষুধায়
প্রলাপ !


তুমি বলো -আমি পাগল, আমি কবি
যা বলি তাই কবিতা!!!!!!!!!!!