আমাকে যদি তুমি পাঠ দাও
কবিতা কাকে বলে
আমাকে যদি তুমি ফারাক দেখাও
গদ্যের আর পদ্যের
আমাকে তুমি যদি  আমর্শ দাও
পড় বেশি কাব্য-কবিতা


তবে


তুমি কবি নও- নেই গুন তোমার
কবি হবার
কবিগুন শুন্য তুমি  
শুরুর শুরু এখনও বহুদুর ||


তবে
কে কবি, কি তার গুন?


সেই কবি , কে?
অন্তর যে জানে, জানে মনন
যে ধরেছে 'ভাব' - মিলেছে মিলন,
আপন হারিয়ে  যে হয়েছে আপন |


যদি তুমি গুনধর
তবে কবি
খোঁজ ..পেয়ে যাবে খোঁজ
প্রকাশ 'ভাব' সুন্দর !!