আমি যেন সূর্য
জ্বলছি
সেই কবে ভোর হয়েছিলো
রাঙা হয়ে জ্বলেছিলাম
বলেছিলো সবাই-
আঁধার ফুরালো ,জাগলো দিবাকর |


এখন মাঝ দুপর
জ্বলছি
নেই কেউ আর এবেলায়
আমি এখন  আগুন
জ্বলছে সবাই-
জ্বলছি আমি, চলেছি  শুন্য-পারাবার |


সময় বিকেল হবে-
জ্বলবো
আসবে প্রিয়,স্বজন, প্রিয়া
তখন ঝরবে কুসুম
হাসবে সবাই-
বয়বে বাতাস, চলবে প্রেম-কারবার!


ফুরালে কুসুম বিকেল-
ফুরাবো-
মিটে  যাবে জীবনের কর
নামবে আঁধার ঘন-
বেলা বিদায়!
ঘুমাবো সুখ-ঘুম, নামবে কাল-আঁধার ||


জাগি আর ঘুমাই
কি বা দি আর কি বা নিয়ে যাই!!
জ্বলি আর জ্বালাই
কত দিই আর কত নিয়ে যাই??


জানিনা!!


তবু


ভালোবাসি-
জ্বলতে জ্বালা , জ্বলা স্বভাব আমার ||