ভেবেছি শতবার ভালোবাসবো না আর


তবু


কেন যে ফোটে ফুল কাননে
কেন যে জাগে আশা মননে!
ফের
ছুটে যাই,  গাই গুনগুন গান
মধুভরা বুকে ডুবি, করি মধুপান ||


কেন যে বয় মলয় বাতাস
কেন যে আসে ফুলেল সুবাস
ফের
ছুটে যাই বসন্ত-জীবন আশায়
কাটে কাল, মহা-বেশাখী কীটে খায়||


কেন যে বহে ধারা ঝরঝর
কেন যে ভিজে মরু প্রান্তর
ফের
ছুটে যাই, নাই  ঘন বরষায়
ভিজি কামছলনায়, ভিজে মন-কায়||


আসে ফের ধারাপ্লাবন ঝরে ঝরঝর রোদন ||


তবু


কেন যে ভালোবাসি !!


কেন যে থাকি সুনীল আশ
কেন যে আশি সু-সুভ্র কাশ
ফের
চলে যাবে কাল- বদলে হাল
জানি, থাকবো আমি বেহালের বেহাল ||


বদলে সব, বদলে তুমি, আমি বদলেনা আর ||