আসিস যদি ফের-
ঠিকানায়
দেখবি তোর আমি নেই
নেই আর 'আমার আমি' |
মিটে গেছে নাম-
বদলে বিশেষণ,
বদলে গেছে - ঠিকানা


সেদিন খুজে নিস-
পানশালায়-
দেখবি নোংরা চ্যাটচ্যাটে বেঞ্চ,
পড়ে আছে এক নিথর দেহ
নেশার ঘোরে ডাকছে -
এক নাম,
সেই নাম- তোর |


সেদিন দেখিস খুঁজে-
আখড়ায়-
দেখবি উড়ছে পাকানো ধোঁয়া,
চেয়ে আছে এক উদাস নয়ন
মায়ার ঘোরে খুঁজছে-
এক রুপ,
সেই রুপ -তোর ||


নাই মিলে যদি -
সীমানায়,
চলে যাস দক্ষিনের শেষ
দেখবি শুয়ে আছে জনেক ;
জ্যান্ত দুটিশব্দ-
"মণির মণি"
ঠিকানা আমার -কবর ||