তুই চলে গেছিস বলেই
হাতে কলম এসেছে,
বুঝি কি তার মান!
তবু ধরেছি
হৃদয়ের কথাগুলো লিখবো-
যা শুধু আমাকে তোকে ঘিরে |


তুই তো জানিস
হৃদয়ের কথা, আমার অন্তর;
আমি জানি তোর
তন ও মন, বলা না বলা বচন!


তোর মনে আছে ?
আমার দেওয়া কথাগুলো-
মনে আছে?
বাঁধনে বাঁধার প্রেম-অঙ্গীকার!!


কথা রাখা হয়েছে?
পেরেছি কি রাখতে সেই 'কথা'
পেয়েছিস সুখ?
সুখ-বাসর, মিলন প্রেম সঙ্গম!!


নাহ্
পারিনি আমি ..রাখা হয়নি!!


এই  ইতর সমাজ..ধর্মঅন্ধ
চায়নি মিলন
এই পুঁজিপূজ্য সমাজ অন্ধ
চায়নি মিলন
কারণ-
আমি রিজ তুই সুপ্রিয়া
তুই রানী আমি সর্বাহারা !!!


আজ ফের দিচ্ছি 'কথা'


হাতে আছে কলম-
ঢালবো কালি- 'বিষ'
চাইবো
অন্ধধর্মান্ধ সমাজের লয়-
পচন, ভাঙন ক্ষত ক্ষয়!!


মসি হবে অসি-
করবো মুন্ডু পতন
চাইবো
পুঁজিপূজ্য সমাজের লয়-
পতন,ভাঙন  ক্ষত ক্ষয় !


তুলবো আওয়াজ হানবো আঘাত
হবে পচান, পঙ্কিল সমাজ ক্ষয়
হাঁসবে হৃদয়, মিলবে মিলন সঙ্গম
জিতবে প্রেম, হবে হৃদের জয় !!


    আজ ফের 'কথা' দিলাম