আমি পৃথিবী দেখেছি
তবে
দুনিয়া ঘুরে আসিনি!


আমি ধরণী দেখেছি
রমণীর মাঝে!
রমণী তুমিই ..ধরণী


দেখেছি -
তোমার উন্নত সুধা-স্তন
দেখেছি উন্নত ভুমি
পর্বত..
পর্বত নয়
এ তোমার রূপক…উপমা !!


দেখিছি-
তোমার স্তন-ভাঁজ মাঝে
লুকিয়ে
উঁকি দিয়ে যেতে
ললাট-অম্বরে 'রাঙা দীপ
সুর্য্য নয়
এ তোমার রূপক..উপমা !!


দেখেছি-
বিস্তৃত সমতল ভূমি-দেশ
নাহ্
ভুমি নয়-
তোমার বিন্যস্ত অঙ্কদেশ
এ তোমার রূপক...উপমা !!


দেখেছি -
বহমান বারিধারা, স্রোতস্বিনী
নাহ্
শুধু ধারা নয়
এ তোমার '...ধারা', স্রোতস্বিনী
সবই তোমার রূপের.....উপমা !


নারী-
তুমি রমণী, তুমিই ধরণী
বাকি
সব রূপ তোমার উপমা !!!


রমণী তুমি ধরণী
ধরণী তুমি রমণী ||