তোমায় পেয়েছি -
ভোরের লাজ-রাঙা রূপে-
উষসী উষায়,
পেয়েছি প্রেমময় ভৈরবী
পাখির কলতানে--


স্বর্গীয় সুধা-বিন্দু-শিশির
পরশ
দিব্যি-প্রেম অনুভব ||


পেয়েছি তোমায়-
বিষাদ জ্বলজ্বল দুপুরে
চাতকের ডাকে,
পেয়েছি উদাসী ফিঙের
খিন্ন চাহনে --


স্বর্গীয় সুধা-বিন্দু-বারি
পান
প্রাণ-প্রেম অনুভব ||


পেয়েছি তোমায়-
সাজো সাজো মণি-সাঁঝে
তারাদের মাঝে|
দেখিছি নেশার সোণালী-নিশায়
কম্র রম্য রূপে--


মধুর চাহন মিঠা বদন
রুপ -
প্রমোদ প্রেম অনুভব ||


পেয়েছি তোমায়-
জীবনে, রুপ ও রূপে;
পেয়েছি খোঁজ
আমার 'আমি'র আমিত্বে !


মিলেছে মিলন সঙ্গম-সুখ,
তন-মন-
পেয়েছে পরমাত্ম অনুভব !!


তুমি কি প্রাণের বাহির?
তুমি কি আমার বাহির?