আমি মন চিনিনা
খুঁজিনি মনের মানুষ
মিলন ?
নাহ্ তাও হয়নি !


আমি প্রাণ জানিনা
চিনিনা জন, সমাজ
মনুষত্ব?
পাইনি তার খোঁজ !


আমি ভাব ধরিনি
পারিনি ভাবের প্রকাশ
ভাষা?
শুধু অধুন রব !


আমি করছি গুরু-রব,
নব অধুনা কলরব
আধুনিক?
শুধুই ফক্কিবাজী !


তবু আমি কবি
সুখ্যাতি- নাম,যশ-
আধুনিক,
শুধু এগিয়েছে আমি!


আমি দেখিনি মা,
সমাজ, বাংলা ভূমি
দু:খে কি সুখে
আমি আজ আধুনিক  !


আমি আধুনিক !!!