তুমি আমাকে ভাবতে পারো নাস্তিক,
ভাবতেই পারো হীন, গোঁড়া |
তবে
আমি তোমার মতো আস্তিক নই,
আস্তিক হবোনা তোমার মতো |
আমাকে ভাবতেই পারো-যুক্তি ছাড়া, ছন্নছাড়া |


তুমি আমাকে ধার্মিক বলতেই পারো
বলতে পারো-বোকা নাস্তিক |
তবু;
আমি বোকা নাস্তিক হতে চাইনা,
ধার্মিক হবোনা তোমার মতো |
ভাবতেই পারো- বিজ্ঞান জ্ঞানহীন অজ্ঞান |


আমি খুঁজিনা ধর্ম-গোঁড়া কিবা উদার,
খুঁজিনা তোমার মতো-যুক্তি |
খুঁজি-আমার 'আমি' কে,
যার আমি-বা আমার যে, আমি কি
তুমি ভাবতেই পারো-গন্য-নগন্য,অন্য-অনন্য |